টাংগাইলের সখীপুর হতে সাদিকুর রহমান বিপ্লব : টাংগাইলের সখীপুরে "সবুজ পৃথিবী" নামের একটি পরিবেশ বান্ধব স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হলো। গ৩ ২১শে ফেব্রুয়ারী ২০২৩ মঙ্গলবার গীতিকার আতিকুর রহমানের সভাপতিত্বে সখীপুরে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে গীতিকার আতিকুর রহমান তাহেরকে সভাপতি ও মানবতার কবি শাহ আলম সানিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। .
কমিটির অন্য সকল সদস্যরা হলেন, সহ সভাপতি ডাঃ খান তাজুল আরেফিন, আলীম মাহমুদ জুনিয়র, সহ সাধারণ সম্পাদক শাহাদত আজিজ, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ আল আমীন, সহ সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক শামসুর রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক রিপন খান,দপ্তর সম্পাদক সাংবাদিক জুলহাস গায়েন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রুবেল রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ঝুমুর সিদ্দিকী, সহ মহিলা বিষয়ক সম্পাদক নিশি সুলতানা, কার্যকরী সদস্যবৃন্দরা হলেন, সুশীল চন্দ্র রায়,গীতিকবি সাইফুল বারী,নজরুল ইসলাম, আবুলবাশার,নুরুন্নাহার,পাপিয়া, নূরজাহান, দেলোয়ার হোসেন, কৃষ্ণ চন্দ্র বর্মন, সাইফুল ইসলাম ও সবুর।.
সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক দেশ বরেণ্য লেখক ও কবি এবং সাহিত্যিক জনাব শাহ আলম সানি সবুজ পৃথিবী সংগঠনটির জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। পাশাপাশি সংগঠনটির উত্তরোত্তর সম্বৃদ্ধি ও সফলতা কামনা করেন।. .
ডে-নাইট-নিউজ /
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: